হৃদয়ের কথা পর্ব-৪৪; শেষ কথা

হৃদয়ের কথা পর্ব-৪৪; শেষ কথা

হৃদয়ের কথা পর্ব-৪৪; শেষ কথা; ডাঃ পার্থপ্রতিম।
বিজ্ঞানের তাত্ত্বিক বাগবিস্তার এখন থাক্।
    আসলে গভীরভাবে উপলদ্ধি করলে বোঝা যায় লাব্-ডুব্ থেমে যাওয়া মানেই জীবনের শেষ নয়। জীবন অনেক বড়ো, সীমা থেকে অসীমের পানে ধাবমান। মৃত্যুর পরেও এ প্রাণের রেশ থেকে যায় যুগ-যুগান্তরে। শ্রীমদ্ভাগবদগীতার সাংখ্যযোগে আছে- ‘‘নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ...”, ‘‘ন হন্যতে হন্যমানে শরীরে।” আমরা যুক্তিবাদীরা একথা স্বীকার করি, তবে অন্যভাবে। টমাস আলভা এডিসন যেমন আজও স্বপ্রভ বিজলী বাতির রোশনাইয়ে, বেঞ্জামিন মোলাইসের তোলা সুর যেমন এখনো ভেসে বেড়ায় কালো মানুষের উদাত্ত কন্ঠে, হিংসায় উন্মত্ত পৃথ্বীতে তথাগত যেমন মিশে আছে ঐ শ্বেত কপোতের ডানায় ডানায়.....। যা কোনো আগুনেই খাক্ হয় না।  কোনো অস্ত্র দ্বারাই যে গৌরবকে ছিন্ন-ভিন্ন করা যায় না।   

হ্যাঁ বন্ধু,
    তোমাকেই বলছি, সৃজনশীল মনের সাথে তোমারও থাক্ না একটি বলিষ্ঠ হৃদয়। প্রতিটি মুহুর্ত হোক নীরোগ, কর্মমুখর। বছর-মাসের সীমাবদ্ধ সালতামামি ছাপিয়ে তোমারও জীবন হয়ে উঠুক কালজয়ী। তবেই না সার্থক হবে আমার এই হৃদয়ের কথা বলা।
                                                                                                   ভালবাসান্তে            

-ডাঃ পার্থপ্রতিম। 
ডাক : বানারহাট;  জেলা : জলপাইগুড়ি;  ডাকসূচক : ৭৩৫২০২; 
চলভাষ- ৯৬০৯৩ ৩৩৬০৯; ই-মেল : parthapratimdr@gmail.com;
ওয়েব সাইট- www.drparthapratim.in

Join our mailing list Never miss an update