হৃদয়ের কথা পর্ব-৩৮; খরচ পত্তর

হৃদয়ের কথা পর্ব-৩৮; খরচ পত্তর

হৃদয়ের কথা পর্ব-৩৮; খরচ পত্তর; ডাঃপার্থপ্রতিম।
    হৃদরোগ নির্ণয় ও নিরাময়ের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এইসব পরীক্ষা-নিরীক্ষা, নিরাময় প্রযুক্তি ও অপারেশনের মোটামুটি ব্যয় ২০১৬ সালের হিসাব দেওয়া হলো। এ সবই বেসরকারি প্রতিষ্ঠানের, সরকারি কেন্দ্রগুলিতে এ খরচ খুবই কম। তবে সরকারি পরিষেবা কিছুটা সময় সাপেক্ষ। এখানে যে হিসাব দেওয়া হলো বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর কিছুটা হেরফের দেখা যায়। চিকিৎসাকেন্দ্রের ভৌগোলিক অবস্থান, যে সব যন্ত্র ব্যবহার করা হচ্ছে তার দাম, কেন্দ্রের সঙ্গে যুক্ত চিকিৎসক ও প্রযুক্তিবিদ্দের নাম-ডাক, প্রতিষ্ঠানের কৌলিন্য এসবের ওপর চিকিৎসার ব্যয়ের তারতম্য হয়ে থাকে।


১. রক্তে শর্করা (Blood Sugar Fasting/ Post Pandia/ Random)- 40.00/-
২. কোলেস্টেরল (Blood Cholesterol)- 55.00/-
৩. ট্রাই গ্লিসারাইড (Triglyceride)- 150.00/-
৪. হাই ডেনসিটি লাইপো প্রোটিন  (HDL)-90.00/-
৫. লো ডেনসিটি লাইপো প্রোটিন (LDL)- 220.00/-
৬. ভেরি লো ডেনসিটি লাইপো প্রোটিন (VLDL)- 150.00/-
৭. সি.পি.কে-টোটাল(CPK)- 225.00/-
৮. সি.কে.-এমবি (CK-MB)- 200.00/-
৯. এস.জি.ও.টি (SGOT)- 70.00/-
১০. এল.ডি.এইচ (LDH)- 300.00/-
১১. ইউরিক অ্যাসিড (Uric Acid)- 60.00/-
১২. ক্রিয়েটিনাইন (Creatinie)- 45.00/-
১৩. ইউ.এস.আর (ESR)- 30.00/-
১৪. হিমোগ্লোবিন (Hb%)- 30.00/-
১৫. কমপ্লিট হিমোগ্রাম (Complete Haemogram)- 100.00/-
১৬. ইউরিন কালচার (Urin for Culture)- 90.00/-
১৭. থ্রোট সোয়ব কালচার (Throat Swab for Culture)- 90.00/-
১৮. টি৩ + টি৪ + টি.এস.এইচ. (T3+T4+TSH)- 550.00/-
১৯. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH)- 200.00/-
২০. সোডিয়াম + পটাসিয়াম + ক্লোরাইড + বাইকার্বোনেট
(Sodium+Potassium+Chloride+Bi-Carbonate)- 300.00/-
২১. পেরিকার্ডিয়াল ফ্লুইড এ.এফ.বি কালচার (Pericardial Fluid for AFB Culture)- 110.00/-
২২. পেরিকার্ডিয়াল ফ্লুইড ফাঙ্গাস কালচার (Pericardial Fluid for Fungus Culture)- 200.00/-
২৩. বুকের এক্স-রে (Chest X-Ray/P/A or A/P)- 80.00/-
২৪. ই.সি.জি. (ECG)- 100.00/-
২৫. ই.সি.জি. তিন চ্যানেল (ECG-3 Channel)- 200.00/-
২৬. পালমোনারি ফাংশন (Pulmonary Function Test)- 350.00/-
২৭. কার্ডিয়াক স্ট্রেস টেস্ট বা টি.এম.টি (Cardiac Stress Test `TMT’)-
২৮. হল্টার মনিটারিং (Holter Monitoring)-1000.00/-
২৯. ইকোকার্ডিওগ্রাফি ২ ডি ও এম মোড (Echocardiography 2d & M.Mode)- 600.00/-
৩০. কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি (Colour Doppler Echocardiography-with cassette)- 1200.00
৩১. সিটি স্ক্যান-মাথা ও মস্তিষ্ক (CT Scan-Head & Brain)- 1500.00/-  
৩২. করোনারি অ্যাঞ্জিওগ্রাফি (Coronary Angiography)- 10,000.00/-
৩৩. পেরিফের‌্যাল অ্যাঞ্জিওগ্রাফি (Peripheral Angiography)- 8,000.00/-
৩৪. বেলুন মাইট্রাল ভাল্ভিউলোপ্লাস্টি (Ballon Mitral Valvuloplasty)- 50,000.00/-
৩৫. ভাল্ভ পরিবর্তন (Valve Replacement)- 90,000.00/-
৩৬. করোনারি আর্টারি বাইপাস (Coronary Arterial Bypass)- 1,00,000.00/-
৩৭. মিনিবাইপাস বা মিডিক্যাব (Mid Cab Operation)- 50,000.00/-
৩৮. ফ্যালট্স টেট্রালজি (Correction of Fallat’s Tetralogy)- 65,000.00/-
৩৯. অরিকিউলার সেপ্টাল ডিফেক্ট (Correction of Auricular Septal Defect-ASD)- 70,000.00/-
৪০. ভেন্ট্রিকিউলার সেপ্টাল ডিফেক্ট (Correction of Ventricular Septal Defect- VSD)- 70,000.00/-- ৭০,০০০.০০/-
৪১. পারসিসটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস (Correction of Persistant ductus Arteriosus-PDA)- 35,000.00
৪২. পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি (Percutaneous Transluminal Coronary Angioplaty-PTCA)- 43,000.00/-

হৃদরোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে বহু চিকিৎসাকেন্দ্র প্যাকেজ (Package) ও প্রোফাইল (Profile)-এর ব্যবস্থা করেছে। যেমন- হেমোটোলজি প্রোফাইল, হাইপারটেনশন প্রোফাইল, করোনারি প্রোফাইল এসবের মাধ্যমে একসঙ্গে অনেকগুলি পরীক্ষা-নিরীক্ষা করলে রোগীদের আর্থিক লাভ হয়। আবার করোনারি বাইপাস অপারেশন, পেসমেকার বসানো, ভালভ পরিবর্তন এসব প্যাকেজেও একই ব্যবস্থা আছে। এটা অনেকটা রঘুদার পাইস হোটেলের মতো ডাল, ভাত, সবজি, ভাজা পেটপুরে পনেরো টাকা। তবে ভাজা এক প্লেটের বেশি নিলে কিন্তু এক্সট্রা লাগবে।
    তাই রোগী বা তার পরিবারকে ভালোভাবে জেনে নিতে হবে-প্যাকেজের মধ্যে কী কী আছে? কোন কোন খরচ প্যাকেজের মধ্যে ধরা নেই? প্যাকেজের বাইরে থাকা বিষয়গুলিতে সম্ভাব্য ব্যয় কত? আগে থেকে সবকিছু জেনে না নিলে পরে বাড়তি ব্যয়ের চাপে অসুবিধায় পড়তে পারেন।

Join our mailing list Never miss an update