হার্ট লিভার জুড়ে যমজ

হার্ট লিভার জুড়ে যমজ

হার্ট লিভার জুড়ে যমজ - ডাঃ পার্থপ্রতিম;  ১৪ এপ্রিল ২০০৭; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
ন- মাসের যমজ। জন্ম থেকেই হার্ট এবং লিভার জুড়ে ছিল। ১২ ঘন্টা ধরে অস্ত্রোপচার চালিয়ে এই দুই মেয়েকে পৃথক করেছেন চিকিৎসকরা। বুকের ওপরটা থেকে তলপেট পর্যন্ত জুড়ে থাকা পান্তাওয়ান এবং পানওয়াদ থিয়েঞ্জাই নামে এই দুই বোনকে আলাদা করার সময় হাজির ছিলেন ৫ জন হার্ট সার্জেন। অন্যান্য ডাক্তার এবং স্বাস্থ্যসেবিকারা মিলিয়ে অস্ত্রোপচার কক্ষে ছিলেন ৬১ জন স্বাস্থ্যকর্মী। অস্ত্রোপচার যখন হয়, তখন ওদের বয়সছিল ৮ মাস। ব্যাঙ্ককের যে হাসপাতালে এই পৃথকীকরণের অস্ত্রোপচার হয় হয়, সেই সিরিরাজ হসপিটাল কর্তৃপক্ষ এক মাস সময় নিয়েছেন অস্ত্রোপচার সফল এই ঘোষণা করতে। কারণটা হল এর আগে কখনো হার্ট, লিভার জুড়ে থাকা যমজদের আলাদা করার অস্ত্রোপচার সাফল্য পায়নি। বিশ্বে এই প্রথম এই ধরনের অস্ত্রোপচারে সাফল্য মিলল। জানাচ্ছেন সিরিরাজ’স মেডিক্যাল সায়েন্স ফ্যাকালটির ডিন পিয়াসাকোল সাকালোসতায়াথোর্ন। যমজ কন্যার মা ঊষা থিয়েঞ্জাই জানালেন, ‘আর সন্তান চাই না’। কারণ খুব ভয়, ওরাও যাদি এভাবে জন্মায়। তার চেয়ে ভালো এই দু-জনকে পরম যত্নে বড়ো করা। ভগবান বুদ্ধ নিশ্চয়ই আমাদের মেয়েদের বড় হয়ে ওঠার পথে আলোর দিশারি হবেন। উল্লেখ্য, থাইল্যান্ডে মাঝে মধ্যেই এ ধরনের জোড়া লাগা শিশুর জন্ম হয়। শুরু সেই ১৮১১ সালে। চাং এবং ইং বাঙ্কার নামে যমজ ভাইদের দিয়ে। সেই থেকেই সিয়ামিজ টুইনস তথা সিয়ানিজ যমজ শব্দের উৎপওি। চাং এবং ইং আমেরিকায় চলে গিয়েছিলেন। দুই আমেরিকান বোনকে বিয়ে করে সংসার পেতেছিলেন। তাঁদের সন্তান, সন্ততির সংখ্যা কুড়ি ছাড়িয়ে গিয়েছিল।  

Gist:- Twins joint with the heart and liver. Dr. Partha pratim narrated a successful operation to separate the twins that were physically joint with their heart and liver.

Join our mailing list Never miss an update