হাঁচি রহস্য

হাঁচি রহস্য

হাঁচি রহস্য - ডাঃ পার্থপ্রতিম; ৩ জানুয়ারি ২০০৯ (তিন পাতা); উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
স্রেফ ঠান্ডা লাগার কারণেই সবসময় হাঁচি হয় এমন নয়। হাঁচি আসে যৌনতাকাক্সখী ভাবনাচিন্তার জেরেও। এমন মানুষও আছেন যাঁদের সঙ্গমকালে উত্তেজনার চরম মুহুর্তে অনেকক্ষণ ধরে হাঁচি চলতে থাকে। কারও কারও যাঁকে দেখে প্রেম জাগে, সেই প্রেমাকর্ষণ থেকেও হাঁচি হয়। কারও হাঁচি হয় বন্ধ ঘর থেকে রোদে গিয়ে দাঁড়ানো মাত্রই। কারও হাঁচি হয় যৌনকামনা বিষয়ক কাব্য-সাহিত্য পড়লে বা শিল্প দেখলে, কেউ কেউ শৃঙ্গার রসাত্মক বিষয় নিয়ে আলোচনার সময় হাঁচি দেন। কোনো কোনো পরিবারের সবাই একই কারণে হাঁচি দেন। শরীরের নিয়ন্ত্রণে থাকে না বলেই হাঁচি আটকানো যায় না। জানিয়েছেন অক্সফোর্ডের জন র‌্যাডিক্লিফ হসপিটালে ইএনটি বিষেশজ্ঞ ডাঃ মাহমুদ ভুট্টা। তাঁর বক্তব্য, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রীর একাংশ এলেবেলে হয়ে পড়ার কারণেই হাঁচি আসে। ব্লাডপ্রেসার, শ্বাস নেওয়া, চোখের মণি তথা কনীনিকা, হজমপ্রণালী এবং হাঁচি নিয়ন্ত্রণ করার কাজ করে যেসব স্নায়ু, সেগুলি সব মস্তিষ্ক-বৃন্তের কাছাকাছির কাজ।   
Gist:-Sneeze mystery. Sneezing is not only associated with cold. There are just a few things hidden in sneezing. Dr. Partha pratim unfold  the mystery of Sneezing on Uttarbanga Sambad a largest circulated daily in North Bengal.

Join our mailing list Never miss an update